Menu
বাদশাহ ফাহদের ঝর্ণা

ঐতিহাসিক কিং ফাহদের ঝর্ণা

সৌদি আরবের জেদ্দা শহরে ঐতিহাসিক কিং ফাহদের ঝর্ণা অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝর্ণা। বাদশাহ ফাহদের ঝর্ণা বিশ্বের সর্বোচ্চ পানির ঝর্ণা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত হয়েছে। ঝর্ণাটি জেদ্দা ঝর্ণা নামেও সুপরিচিত।

ঝর্ণাটি ১৯৮০ থেকে ১৯৮৩ সালের মধ্যে নির্মিত হয়েছিলো এবং ১৯৮৫ সালে এর কর্মধারা শুরু হয়েছিলো। সৌদির পশ্চিম উপকূলে অবস্থিত, ঝর্ণাটি সর্বাধিক ২৬০ মিটার (৮৫৩ ফুট) উচ্চতায় জল বহন করে।

Zilhajj Group Bangladesh

Alhamdulliha
View All Articles