Menu
কোন ১৬টি দেশ ঘুরতে পারবেন কানাডা ট্যুরিস্ট ভিসা দিয়ে?

কানাডা ভিজিট ভিসা থাকলে কোন কোন দেশ ভিসা সুবিধা পাওয়া যায়

১. মেক্সিকো

চোখজুড়ানো সমুদ্র সৈকত, বিচিত্র ধরনের ট্যুরিস্ট স্পট আর মুখরোচক নানা খাবারের জন্য মেক্সিকো বরাবরই একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাংলাদেশ সহ যেকোনো দেশের নাগরিকই কানাডা ভিজিটর ভিসা দিয়ে মেক্সিকো ঘুরে আসতে পারেন, আর এজন্য আপনার লাগবে- 

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিটর ভিসা 
  • এন্ট্রি কতদিন  পর্যন্ত গ্রান্টেড থাকবে  তা নির্ভর করবে ভ্রমণসূচীর উপর 
  • কানাডার ভিসাটি এবং আপনার দেশের পাসপোর্ট মেক্সিকোতে থাকাকালীন পুরোটা সময়ের জন্য বৈধ হতে হবে

তথ্যসূত্রঃ

National Institute of Migration, Mexico
Consulate of Mexico in Toronto, Canada
Consulate of Mexico in New Delhi, India
Consulate of Mexico in Singapore

বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই কানাডা ভিজিটর ভিসা দিয়ে মধ্য আমেরিকার এই চমৎকার দেশ বেলিজ ঘুরে আসতে পারেন, আর এজন্য আপনার লাগবে- 

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিটর ভিসা 
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত  

তথ্যসূত্রঃ Consulate of Belize in Alberta, Canada

বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই কানাডা ভিজিটর ভিসা দিয়ে কোস্টারিকা ঘুরে আসতে পারেন, আর এজন্য আপনার লাগবে- 

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিটর ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত 
  • কানাডার ভিজিটর ভিসা অবশ্যই কোস্টারিকা যাওয়ার দিন থেকে কমপক্ষে ৩০ দিনের জন্য বৈধ হতে হবে

তথ্যসূত্রঃ

Embassy of Costa Rica in Ottawa, Canada
Embassy of Costa Rica in Washington DC, USA
Immigration and Foreign Affairs of Costa Rica

৪. নিকারাগুয়া

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ মোট ৩০টি দেশের নাগরিকরা কানাডা ঘুরে আসতে পারেন।এজন্য আপনার লাগবে- 

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেডের সময়সীমা ৩০ দিন 
  • কানাডা ভিজিট ভিসা থাকলেও নিকারাগুয়া প্রবেশের আগে আপনাকে ‘ভিসা অন এরাইভাল’ (Visa On Arrival বা VOA )’ নিতে হবে। অর্থাৎ নিকারাগুয়া প্রবেশের ঠিক আগে আপনাকে ভিসাটি নিতে হবে, আগে থেকে পাসপোর্টে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। নিকারাগুয়া ভ্রমণের  VOA  ফি $50 USD  (সাম্প্রতিক তথ্যমতে) এবং এটি অবশ্যই ইউএস ডলারেই পে করতে হবে। ভিসা অন এরাইভালটি সিঙ্গেল এন্ট্রি এবং ৩০ দিনের জন্য প্রযোজ্য
  • VOA ফি ছাড়াও, $10 USD এন্ট্রি ফি, $2 USD ল্যান্ড বর্ডার মাইগ্রেশন ফি (শুধুমাত্র যদি আপনি বাইরোড ট্রাভেল করেন) এবং $1 USD মিউনিসিপ্যালিটি ট্যাক্স (এটিও শুধুমাত্র বাইরোড ট্রাভেলের ক্ষেত্রে প্রযোজ্য)। প্রতিটি ফি অবশ্যই ইউএস ডলারেই পে করতে হবে

তথ্যসূত্রঃ IATA Travel Centre

৫. পানামা

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিকই পাবেন পানামা ভ্রমণের সুযোগ। আর এজন্য আপনার লাগবে- 

  • বৈধ ব্যবহৃত (valid and used ) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেডের সময়সীমা ৩০ দিন
  • কানাডার ভিসাটি আগে অন্তত একবার কানাডায় প্রবেশের জন্য ব্যবহৃত হতে হবে
  • কানাডা ভিজিট ভিসাটি পানামা  প্রবেশের দিন থেকে কমপক্ষে ৬ মাসের জন্য ভ্যালিড হতে হবে
  • পাসপোর্টটি পানামা  প্রবেশের দিন থেকে কমপক্ষে ৩ মাসের জন্য ভ্যালিড হতে হবে
  • আর্থিক সবচ্ছলতার প্রমাণ (proof of economic solvency) হিসেবে কমপক্ষে $500 USD দেখাতে হবে 

তথ্যসূত্রঃ

Embassy of Panama in the USA
Consulate of Panama in Toronto, Canada

সমুদ্রসৈকতে পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুদের নিয়ে অসাধারণ সময় কাটানোরজন্য ক্যারিবিয়ান এই দেশটি ঘুরে আসতে পারেন। কানাডা ভিজিট ভিসায় অ্যাঙ্গুইলা ভ্রমণ করতে আপনার লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিসা এবং
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৯০ দিন পর্যন্ত

তথ্যসূত্রঃ 

Anguilla Tourist Board, entry requirements
EVisa Anguilla

৩৬৫টির-ও বেশি বীচ নিয়ে গড়ে ওঠা অ্যান্টিগুয়া ও বার্বুডা মূলত তিনটি দ্বীপ নিয়ে গঠিত একটি ক্যারিবিয়ান দেশ। বলা বাহুল্য, বীচ এক্সপেরিয়েন্সের জন্য এটি হতে পারে আপনার স্বপ্নের ডেস্টিনেশন। কানাডা ভিজিট ভিসায় অ্যান্টিগুয়া ও বার্বুডা ভ্রমণে আপনার যা লাগবে- 

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা এবং
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত
  • কানাডা ভিজিট ভিসা থাকলেও অ্যান্টিগুয়া ও বার্বুডা প্রবেশের আগে আপনাকে ‘ভিসা অন এরাইভাল’ (Visa On Arrival বা VOA )’ নিতে হবে। অর্থাৎ অ্যান্টিগুয়া ও বার্বুডা প্রবেশের ঠিক আগে আপনাকে ভিসাটি নিতে হবে, আগে থেকে পাসপোর্টে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। অ্যান্টিগুয়া ও বার্বুডা ভ্রমণের  VOA ফি $100 USD (সাম্প্রতিক তথ্যমতে)। ভিসা অন এরাইভালটি সিঙ্গেল এন্ট্রি এবং ৩০ দিনের জন্য প্রযোজ্য
  • কানাডা ভিজিট ভিসার মেয়াদ অন্ততঃ ৬ মাস হতে হবে ( অ্যান্টিগুয়া ও বার্বুডাতে প্রবেশের দিন থেকে
  • পাসপোর্টের মেয়াদ অন্ততঃ ৬ মাস হতে হবে ( অ্যান্টিগুয়া ও বার্বুডাতে প্রবেশের দিন থেকে)

তথ্যসূত্রঃ 

Department of Immigration, Antigua and Barbuda
Consulate General of Antigua and Barbuda in NYC, US

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই বারমুডা যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • কানাডা ভিজিট ভিসাটি বারমুডা থেকে ডিপার্চারের দিন থেকে কমপক্ষে ৪৫ দিনের জন্য বৈধ হতে হবে। অর্থাৎ, আপনি যদি মার্চ ৩১, ২০২৩ তারিখে বারমুডা থেকে ফেরত আসার পরিকল্পনা করেন, আপনার ভিসাটি অন্তত মে ১৫, ২০২৩ পর্যন্ত ভ্যালিড থাকতে হবে
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত

তথ্যসূত্রঃ 

Bermuda Attractions
Government of Bermuda

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • বৈধ ব্যবহৃত (valid and used)মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • আপনার কানাডা ভিজিট ভিসাটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস আসার দিন থেকে কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ হতে হবে
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ১৮০ দিন পর্যন্ত

তথ্যসূত্রঃ British Virgin Islands Tourism

cuba

কিউবার কথা আসলেই মনের পর্দায় হয়তো ভেসে ওঠে ফিদেল কাস্ত্রো-এর ছবি। তবে ইতিহাস ও বিপ্লব ছাড়াও ট্যুরিস্ট স্পট হিসেবে কিউবার খ্যাতি কোনো অংশে কম নয়। কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই কিউবা যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • বৈধ ব্যবহৃত/ অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত
  • অবশ্যই ট্যুরিস্ট কার্ড (Tarjeta del Turista) নিতে হবে। কিউবা ট্যুরিস্ট কার্ডটি পেতে পারেন-

-কিউবান দূতাবাস (Cuban Embassies) এবং কনস্যুলেট, অথবা

-চেক-ইন করার সময় অনুমোদিত এয়ারলাইন্স, অথবা

-কিউবা ট্যুরে বিশেষায়িত ট্রাভেল এজেন্সি

তথ্যসূত্রঃ

IATA Travel Centre
Go Cuba

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই ডোমিনিকান রিপাবলিক ঘুরে আসতে পারবেন। সেজন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তা হলো- 

  • ট্রানজিট ভিসা (VH-1) ছাড়া যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ট্যুরিস্ট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৯০ দিন পর্যন্ত
  • স্থলপথে (by road) এবং সমুদ্রপথে (জাহাজ বা এই জাতীয় বাহনে) ভ্রমণের ক্ষেত্রে ডোমিনিকান রিপাবলিক পৌঁছানোর সাথে সাথেই আপনাকে $20 USD মূল্যের একটি ট্রাভেল কার্ড কিনতে হবে। তবে বিমানে ভ্রমণ করলে এই ২০ ডলার আপনার এয়ারফেয়ারের মধ্যে যোগ করা থাকবে।
  • পাসপোর্টের মেয়াদ অন্ততঃ ৬ মাস হতে হবে ( ডোমিনিকান রিপাবলিকে এন্ট্রির দিন থেকে)

তথ্যসূত্রঃ

Embassy of the Dominican Republic in the UK
Embassy of the Dominican Republic in the US
Ministry of Tourism of Dominican Republic

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই টার্কস ও কেইকোস ঘুরে আসতে পারবেন। সেজন্য যা যা লাগবে, তা হলো

  • ট্রানজিট ভিসা (VH-1) ছাড়া যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইকানাডা ভিজিট ভিসা 
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৯০ দিন পর্যন্ত

 তথ্যসূত্রঃ

Ministry of Border Control of Turks and Caicos
Visit Turks and Caicos Islands

georgia

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই জর্জিয়া যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা 
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৯০ দিন পর্যন্ত
  • জর্জিয়া প্রবেশের সময় কানাডা ভিসাটি অবশ্যই বৈধ হতে হবে 
  • কানাডা ভিজিট ভিসা দিয়ে একটানা (consecutive stays) সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জর্জিয়া থাকতে পারবেন। এরপর আবার জর্জিয়া যেতে হলে কমপক্ষে ৯০ দিনের বিরতি দিতে হবে। অর্থাৎ, মোট ১৮০ দিনের মধ্যে একটানা ৯০ দিনের বেশি জর্জিয়া থাকতে পারবেন না (কানাডা ভিসার ক্ষেত্রে)

 তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Georgia

কানাডা ভিজিট ভিসা দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই মন্টিনিগ্রো যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ৩০ দিন পর্যন্ত
  • মন্টিনিগ্রোতে থাকাকালীন সময়ে অবশ্যই উল্লিখিত কানাডা ভিজিট ভিসা বৈধ হতে হবে 

তথ্যসূত্রঃ
Government of Montenegro
Visit Montenegro

কানাডা ভিজিট ভিসা  দিয়ে বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিকই উত্তর মেসিডোনিয়া যেতে পারবেন, আর সেক্ষত্রে আপনার যা যা লাগবে-

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত/অব্যবহৃত (valid and used or valid and unused) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে ১৫ দিন পর্যন্ত
  • উত্তর মেসিডোনিয়ায় থাকার কমপক্ষে ৫ দিন পর পর্যন্ত কানাডা ভিজিট ভিসাটির মেয়াদ থাকতে হবে
  • কানাডা ভিজিট ভিসা দিয়ে একটানা (consecutive stays) ৯০ দিন পর্যন্ত উত্তর মেসিডোনিয়া থাকতে পারবেন। এরপর আবার উত্তর মেসিডোনিয়া যেতে হলে কমপক্ষে ৯০ দিনের বিরতি দিতে হবে। অর্থাৎ, মোট ১৮০ দিনের মধ্যে একটানা ৯০ দিনের বেশি উত্তর মেসিডোনিয়া থাকতে পারবেন না (কানাডা ভিসার ক্ষেত্রে)

তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Macedonia

১৬. মিশর (Egypt)

egypt

বাদামী রঙের চিকচিকে বালুময় ক্যানভাসের মাঝে মাঝে ঊটের সারি, কখনও বা  খেজুর গাছের বিশাল বাগাম- এই দৃশ্যের লাইভ ফীল নিতে মিশর ছুটে যান অনেকেই। কানাডা ভিজিট ভিসা থাকলে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের পর্যটকগণ খুব সহজেই এই দৃশ্য উপভোগ করতে পারবে। আর সেজন্য যা যা নিশ্চিত করতে হবে, তা হলো- 

  • বৈধ ব্যবহৃত (valid and used) মাল্টিপল-এন্ট্রি কানাডা ভিজিট ভিসা
  • এন্ট্রি গ্রান্টেড থাকবে  ৩০ দিন পর্যন্ত
  • কানাডা ভিজিট ভিসা থাকলেও মিশর প্রবেশের আগে আপনাকে ‘ভিসা অন এরাইভাল’ (Visa On Arrival বা VOA )’ নিতে হবে। অর্থাৎ মিশর প্রবেশের ঠিক আগে আপনাকে ভিসাটি নিতে হবে, আগে থেকে পাসপোর্টে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। মিশর ভ্রমণের  VOA ফি $25 USD (সাম্প্রতিক তথ্যমতে)। ভিসা অন এরাইভালটি সিঙ্গেল এন্ট্রি এবং ৩০ দিনের জন্য প্রযোজ্য। 
  • ভিসাটি অবশ্যই কানাডা প্রবেশের জন্য কমপক্ষে একবার ব্যবহৃত হতে হবে

তথ্যসূত্রঃ

Egypt Tourism Department
Egypt Independent

নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls) কিংবা ব্যানফ ন্যাশনাল পার্কের মতো পপুলার ট্যুরিস্ট স্পটগুলোর জন্য ম্যাপেল পাতার দেশ কানাডা সবসময়ই থাকে ট্রাভেলারদের পছন্দের তালিকায়। অত্যাধুনিক সুযোগ-সুবিধার কেন্দ্রস্থল হিসেবে কানাডার শহরগুলোর রয়েছে আলাদা আবেদন, বিশেষ করে টরন্টো, কুইবেক, ভ্যানকুভার ইত্যাদি শহরের পপুলারিটি প্রায় সবারই চোখে পড়ে। তবে,যেকোনো দেশ ভ্রমণে ভিসা সংক্রান্ত জটিলতা আমাদেরকে অনেকটাই ভাবিয়ে তোলে। কিন্তু শুধুমাত্র কানাডার ভিসা দিয়ে যদি কানাডাসহ মোট ১৬টি দেশ ঘুরে আসতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই! 

ট্যুরিস্টদের কাছে কানাডা ভিসার ব্যাপক জনপ্রিয়তার একটি কারণ হলো এই ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনও ইন্টারভিউ দিতে হবে না। তাছাড়া, কানাডা ট্যুরিস্ট বা ভিজিটর ভিসার মেয়াদ থাকে ১০ বছর পর্যন্ত যা অন্য অনেক দেশের তুলনায় অনেকদিনই বেশি।

এছাড়া, পেশা অনুযায়ী আরো কিছু ডকুমেন্ট রয়েছে যা আপনাকে নির্ধারিত নিয়মে ভিসা এপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। কানাডা ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো  তথ্যের জন্য ব্রাউজ করুন www.zilhajjgroup.com এবং ডাউনলোড করুন জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ। আমাদের কল করুন +881711165606-এ আর জেনে নিন ট্রিপ, ফ্লাইট, হোটেল, প্যাকেজ ইত্যাদি নিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য।  

সব তথ্য জেনে নেওয়ার পর এবার ট্রিপ কনফার্ম করার পালা। ঘুরে আসুন আপনার পছন্দের দেশে আর উপভোগ করুন প্রিয় স্পটগুলোর নানা রকম মুগ্ধতা। ট্রাভেল সংক্রন্ত যেকোনো প্রয়োজনে আপনার সাথে আছে জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ ।

salamsony

Alhamdulliha
View All Articles