আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ প্রতি বছর দুবাই যান কাজের জন্য। কেউ কেউ ঘুরতে যান। যারা কাজের জন্য যান তাদের অনেকেই অনেক সময় প্রতারিত হন দালাল দ্বারা। তাই ঐসব প্রতারণা থেকে বাঁচার জন্য আপনাকে ভিসা চেক করতে হবে। তাহলে আপনি কোন ধরনের সমস্যায় পরবেন না আশা করি। তাহলে আসুন দেখি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করা যায়। আমাদের দেখানো পদ্ধতি দুবাই ভিজিট ভিসা চেক করার জন্যও প্রযোজ্য।
এছাড়াও দেখতে পারেন
আমাদের ফেসবুক পেজে ফলো করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য এই ICP Smart Services ওয়েবসাইটটি ভিজিট করুন।
- এরপর Public Services মেন্যুতে ক্লিক করুন।
- তারপর নিচের দিক থেকে File Validity অপশনে ক্লিক করুন।
- Search By অপশনে Passport Information এবং Select the Type অপশনে Visa সিলেক্ট করুন।
- তারপর Passport No, Passport Expiry date ও Nationality বাছাই করে সার্চ করুন।
- সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার ভিসার সঠিক তথ্য দেখতে পারবেন।
এখন আসুন আমরা ছবিসহ প্রতিটি ধাপ দেখিঃ
ধাপ-১ঃ দুবাই ভিসা চেক করার ওয়েবসাইট ভিজিট
প্রথমেই আপনি ICP Smart Services এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এটি আপনাকে দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে।
ধাপ-২ঃ Public Services লিংকে ক্লিক
এখন নিচের ছবিতে সবুজ অ্যারো দিয়ে দেখানো Public Services মেন্যুতে ক্লিক করুন।
ধাপ-৩ঃ File Validity অপশনে ক্লিক
এবার নিচের ছবিতে সবুজ অ্যারো দিয়ে দেখানো File Validity অপশনটিতে ক্লিক করুন।
ধাপ-৪ঃ Passport Information এবং Visa সিলেক্ট
এখন ছবিতে দেখানো Search By অপশনে Passport Information এবং Select the Type অপশনে Visa সিলেক্ট করুন।
ধাপ-৫ঃ পাসপোর্টের তথ্য পূরণ
এখন ছবিতে দেখানো জায়গাগুলোতে আপনার পাসপোর্টের তথ্যগুলো দিয়ে পূরণ করুন। এখানে আপনাকে Passport No ও Passport Expiry date টি লিখতে হবে এবং Nationality – বাংলাদেশ সিলেক্ট করতে হবে।
ধাপ-৬ঃ দুবাই ভিসা চেক
উপরের সবগুলো ধাপ ঠিকঠাক থাকলে নিচে দেখানো ছবির মত একটি বক্স আপনিও দেখতে পাবেন যেখানে আপনার ভিসার সঠিক তথ্যগুলো দেওয়া থাকবে।
আশা করছি, দুবাই ভিসা কিভাবে চেক করতে হয় তা জানতে পেরেছেন। যদি এই আর্টিকেলটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিন। এবং আমাদের Facebook পেজে একটি লাইক দিয়ে রাখুন অথবা ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন। তাহলে যেকোন ভিসা রিলেটেড আর্টিকেল আসার সাথে সাথেই আপনি তা দেখতে পাবেন।
দুবাই অথবা যেকোন দেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার ভিসা আসল কিনা, ভিসার ধরণ, ভিসার মেয়াদ সবকিছু ঠিক আছে কিনা দেখে নিবেন। এতে পরবর্তীতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। সাধারণত পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়, এজন্য পাসপোর্টের নম্বর, মেয়াদ, ন্যাশনালিটি ইত্যাদি তথ্যের প্রয়োজন হয়।
দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য এই ICP Smart Services ওয়েবসাইটটি ভিজিট করুন।
- এরপর Public Services মেন্যুতে ক্লিক করুন।
- তারপর নিচের দিক থেকে File Validity অপশনে ক্লিক করুন।
- Search By অপশনে Passport Information এবং Select the Type অপশনে Visa সিলেক্ট করুন।
- তারপর Passport No, Passport Expiry date ও Nationality বাছাই করে সার্চ করুন।
- সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার ভিসার সঠিক তথ্য দেখতে পারবেন।
জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ
আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ হজ লাইসেন্স এবং আইটিএ অনুমোদিত প্রতিষ্ঠান ।আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট
যোগাযোগঃ ইমু ও হোয়াটসএপ 📲01711165606 ,📲01715595991
▶ ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।
▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক টেলিগ্রাম চ্যানেলে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক হোয়াটসএপ গ্রুপে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে