Menu
অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার পদ্ধতি

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন কিভাবে | VISA Check Online

বর্তমানে মোবাইল এবং ইন্টারনেটের সুবাদে কারও কাছে যাওয়া ছাড়াই ঘরে বসে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়। তাই আপনাদের কথা চিন্তা করেই এই আর্টিকেলটি লেখা যেন আপনারা সহজেই ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারেন।

আমাদের এই আর্টিকেলে সব দেশের ভিসা চেক করার পদ্ধতি নিচে একটি টেবিলে দেওয়া আছে। আপনি আপনার কাঙ্ক্ষিত দেশের ভিসা চেক করার লিংকে ক্লিক করে পদ্ধতি দেখে নিতে পারেন।

অনলাইনে ভিসা চেক করার কিছু সুবিধা আছে। যেমনঃ

  1. যে কাজের জন্য ভিসা আবেদন করেছেন সেই ভিসা পেয়েছেন কিনা তা জানতে পারবেন।
  2. আপনার ভিসার মেয়াদ এবং বৈধতা সম্পর্কে জানতে পারবেন।
  3. ইমিগ্রেশন চেকপয়েন্টে ভ্রমণ সংক্রান্ত সমস্যা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।
  4. যে দেশে ভ্রমণ করছেন সে দেশে কত দিন থাকতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন অথবা পারবেন না তা সম্পর্কে জানতে পারবেন।
  5. যেকোন ধরনের প্রতারণা থেকে বাঁচতে পারবেন।

যেকোন দেশের VISA Check করার জন্য আপনারা চাইলে আমাদের এই ওয়েসাইটের ভিসা চেক ক্যাটাগরিটিও ভিজিট করতে পারেন। এখানে বিভিন্ন দেশ যেমনঃ সৌদি আরব, ভারত, কাতার, দুবাই (UAE), মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইতালি, ওমান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশের ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

সৌদি আরবসৌদি আরব ভিসা চেক
ভারতইন্ডিয়ান ভিসা চেক
মালয়েশিয়ামালয়েশিয়া ভিসা চেক
সংযুক্ত আরব আমিরাত (দুবাই)দুবাই ভিসা চেক
কাতারকাতার ভিসা চেক
ওমানওমান ভিসা চেক
থাইল্যান্ডথাইল্যান্ড ভিসা চেক
বাহরাইনবাহরাইন ভিসা চেক
ইতালিইতালি ভিসা চেক
কুয়েতকুয়েত ভিসা চেক
সিঙ্গাপুরসিঙ্গাপুর ভিসা চেক
আমেরিকাআমেরিকা ভিসা চেক
অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ভিসা চেক
কানাডাকানাডা ভিসা চেক
কোরিয়াকোরিয়া ভিসা চেক

আরও অন্যান্য দেশের ভিসা চেক করার পদ্ধতি দেখতে ক্লিক করুন

ধন্যবাদ আর্টকেলটি পড়ার জন্য এবং যদি এই আর্টিকেলটি আপনার উপকারে এসে থাকে তাহলে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন।

Zilhajj Group Bangladesh

Alhamdulliha
View All Articles