Menu
মিনায় হাজীদের কী কী সমস্যা হয়ে থাকে এই বিষয়ে পরামর্শ কি

মিনায় হাজীদের কী কী সমস্যা হয়ে থাকে এই বিষয়ে পরামর্শ কি ?

মিনা (তাবুর শহর বলেও পরিচিত) হল সৌদি আরবেরমক্কা প্রদেশের অন্তর্ভুক্ত মক্কা শহরের পার্শ্ববর্তী এলাকা। মক্কা থেকে এর দূরত্ব ৫ কিমি এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। এর আয়তন প্রায় ২০ বর্গকিমি।

ইসলামী ঐতিহ্যে নবী হজরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও তাদের পুত্র ইসমাঈলকে মক্কার উপত্যকায় রেখে গিয়েছিলেন, যখন ইসমাইল শিশু ছিলেন। মক্কায় তার পরিবারের সাথে দেখা করার সময় আল্লাহ তাকে মিনা উপত্যকায় তার ছেলেকে কোরবানি করার জন্য স্বপ্নে আদেশ দিয়েছিলেন। তার ছেলের কুরবানী করার সময় তিনি শয়তান (শয়তান) দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং শয়তানকে পাথর মারার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন। জামারাতের রীতি এই বিশ্বাসের স্মারক এছাড়া মিনা ইসলামের নবী হজরত মুহাম্মদ (দ.) এর নিকট আনসারদের আল-আকাবায় শপথ গ্রহণের স্থান।

তাঁবু তৈরির আগে হাজীগণ তাদের নিজস্ব তাঁবু উপত্যকায় নিয়ে আসতেন এবং হজ থেকে ফেরার সময় সেগুলো ভেঙে ফেলতেন। ১৯৯০-এর দশকে সৌদি সরকার স্থায়ী সুতির তাঁবু স্থাপন করেছিল। এই তুলার তাঁবুগুলি বিশেষত আগুনের জন্য সংবেদনশীল ছিল, ফলে আগুন লেগে অনেক হাজীর মৃত্যু হয়েছিল। ১৯৯৭ সালের মিনায় অগ্নিকাণ্ডের ফলে ৩৪০ জনেরও বেশি হাজী মারা যাওয়ার পরে ৮ বাই ৮ মিটার (২৬ ফু × ২৬ ফু) মাপের ১০০,০০০টিরও বেশি স্থায়ী তাঁবু নির্মিত হয়েছিল।

মিনায় হাজীদের কী কী সমস্যা হয়ে থাকে এই বিষয়ে পরামর্শ কি ?
মিনায় হাজীদের কী কী সমস্যা হয়ে থাকে এই বিষয়ে পরামর্শ কি ?
প্রধানত ৩ টি সমস্যা মিনায় হয়ে থাকে । আসুন জেনে নেই কি কি সমস্যা হয়ে থাকে ?
মিনায় হাজীদের টয়লেট সমস্যা
মিনায় হাজীদের টয়লেট সমস্যা
মিনায় হাজীদের খাবারের সমস্যা ও সমাধান কি
মিনায় হাজীদের খাবারের সমস্যা ও সমাধান কি

অনিয়মিত খাবার পরিবেশন অথবা বাংলাদেশী খাবার পরিবেশনে ব্যার্থতা । এক্ষেত্রে হাজী সাহেবদের স্বাভাবিক খাবার খেতে একটু কষ্ট হয়ে থাকে । সেজন্য সব সময়ই শুকনা খাবার সাথে রাখা জরুরী ।

মিনায় হাজীসাহেবদের হারিয়ে যাওয়ার প্রবনতা এবং করনীয় কি
মিনায় হাজীসাহেবদের হারিয়ে যাওয়ার প্রবনতা এবং করনীয় কি

📍আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
✅ আলহাম্মদুল্লিলাহ আমরা শতভাগ কথা কাজে মিল রাখতে চেষ্টা করি।
▶️দীর্ঘ ২ যুগ ধরে বিশ্বস্ততার সাথে কাবার মেহমান হজ ও উমরাহ হাজীদের খেদমতে আছি, আমরা জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ।
.
⏹️একঝাক তরুন ও উদ্দোমী,আলেম, অভিজ্ঞতা সম্পন্ন টীমের মাধ্যমে জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ পরিচালিত হয়।
🎁 জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ👈
আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ হজ লাইসেন্স এবং আইটিএ অনুমোদিত প্রতিষ্ঠান ।
আপনার বিশ্বস্ত ট্রাভেল পার্টনার
যোগাযোগঃ
ইমু ও হোয়াটসএপ👇
📲01711165606
📲01715595991
▶ ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।
▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।৷

Zilhajj Group Bangladesh

Alhamdulliha
View All Articles