Menu
GDS Skill আসলে কি এবং কি দেয় আপনাকে

এয়ার টিকেট ইস্যু তে  GDS Skill আসলে কি এবং কি দেয় আপনাকে?

 GDS Skill আসলে কি এবং কি দেয় আপনাকে কেন করা বা জানা জরুরী ? আসুন জেনে নেই

✅ বাংলাদেশের এখনো অনেক এজেন্সি আছে, যারা ১০০-২০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে হলেও অন্য এজেন্সি থেকে Queue Share করে টিকেট ইস্যু করে। কারন, দিন শেষে বুকিং, ফ্লাইট ডিটেইলস এবং অন্যান্য সেগমেন্ট দেখে সে বুকিংটি নিজের জন্য এবং নিজের ক্লায়েন্টের জন্য নিরাপদ মনে করে। ক্লায়েন্ট Re-issue এর জন্য জানতে চাইলে নিজেই Date এদিক সেদিক দেখে সমাধান দিয়ে দিতে পারছে। একজন Expert ১০০-২০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে এই জন্যই GDS এ টিকেট ইস্যু করে যেখানে তার বুকিং এক্সেস ১০০% ।

একজন Non-Expert কাজ শেখার আগেই শিখতে চায় প্রফিট কি করে করা যায়। একজন Non-Expert যেনো সহজেই বুকিং করতে পারে, সে জন্য পোর্টালগুলো সেভাবেই তাদের ইন্টারফেইসটা সহজ করে তৈরী করেছে। অর্থাৎ, শুধু কোথা থেকে কোথায় যাবেন, জানলেই হলো। লাফ দিয়ে সরাসরি প্রফিট স্টেজে। মাঝখানে অনেক কিছু তার জানার গ্যাপ রয়ে গেলো। যেমনঃ বুকিং ক্লাস, ট্রানজিট কন্ডিশন, প্রাইসিং এর নানা অপশন সহ অনেক কিছু।

👉একজন Non Expert, মনের অজান্তেই আপনার ব্যাবসা এবং আপনার কাস্টমারদের তুলে দিচ্ছেন পোর্টালের হাতে!!!! যেখানে আপনার বুকিংয়ে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, ডেট চেইঞ্জ থেকে শুরু করে সব কিছুতে তাদেরকে ইমেইল করে অপেক্ষা???

যেহেতু কারো না কারো মাধ্যমে বা যেকোনোভাবে ইন্টারেষ্টেড হয়ে এই ট্রেড এসেছেনই, এর অধ্যপান্ত জানুন। এক্সপার্টদের সংস্পর্শে এসে দেখুন, আপনি এখনো জিরোতেই আছেন। কারন এই ট্রেডে একজন এক্সপার্টের মূল লক্ষ শুধু প্রফিটই নয়।

✅ অনেক বড় বড় IATA কোম্পানিও এখন অনেক এয়ারলাইনসে পোর্টাল থেকেও বেশি কমিশন দিচ্ছে।

ধন্যবাদ।

জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ

হজ লাইসেন্স নং ০৩২১

আপনার বিশ্বস্ত ট্রাভেল পার্টনার

যোগাযোগঃ  📲01711165606 , 📲01715595991

▶ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।

▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।

হজ ও ওমরাহ বিষয়ক টেলিগ্রাম চ্যানেলে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে ক্লিক করুন এখানে

হজ ও ওমরাহ বিষয়ক হোয়াটসএপ গ্রুপে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে হোয়াটস এপে জয়েন করতে ক্লিক করুন

Zilhajj Group Bangladesh

Alhamdulliha
View All Articles