Menu
ইতালির ভেনিস শহর - ভাসমান এক শহরের গল্প কিভাবে কি দেখলাম

ইতালির ভেনিস শহর – ভাসমান এক শহরের গল্প কিভাবে কি দেখলাম

আমার ঘুরে বেড়ানোর চরম নেশা সেই ছোটবেলা থেকেই। তাই ইউরোপে বিগত চার বছরে প্রায় ১৫টি দেশের পঞ্চাশের বেশি শহর ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে। বিভিন্ন দেশে একাধিকবার ভিন্ন ভিন্ন শহরে আমার যাওয়া হয়েছে। ইতালিও তার ব্যতিক্রম হয়নি। এবছরের শুরুতে বিশ্বের প্রাচীনতম নগরী ইতালির রাজধানী রোম শহর ভ্রমণের সুযোগ হয়েছিল। আর বছরের শেষে অন্য দুই শহর বাণিজ্যিক নগরী মিলান এবং পর্যটন নগরী ভেনিস ভ্রমণের মাধ্যমে ষোলোকলা পূর্ণ হলো।

How did I see the story of a floating city in Venice, Italy?

মানুষ সেই অরণ্যে থেকে হিমালয়, মরুভূমি থেকে উত্তর মেরু-সব জায়গায় নিজেদের মানিয়ে নিয়েছে। কিন্তু সাগরতীরে ভাসমান একটি শহরে হাজার বছর ধরে মানুষের বসবাস সত্যি অসাধ্য সাধন বটে। আর তাই তো এমন দৃশ্য দেখতে প্রতি বছর ভিড় জমায় লক্ষ-কোটি পর্যটক। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকষর্ণীয় এবং বিশ্ব ঐতিহ্য স্বীকৃত এই শহরটি কোটি মানুষের পদচারণায় অন্যতম ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে ইতোমধ্যে।

ইতালির ভেনিস শহর
ইতালির ভেনিস শহর
ডি সান মার্কো
ডি সান মার্কো
মূল খাল থেকে অসংখ্য ছোট-বড় খাল বিভিন্ন দিকে বয়ে চলেছে
মূল খাল থেকে অসংখ্য ছোট-বড় খাল বিভিন্ন দিকে বয়ে চলেছে
মিলান থেকে ট্রেনে চড়ার আগে
মিলান থেকে ট্রেনে চড়ার আগে

সিনিয়র এক ভাই যিনি একসময়ে পর্তুগাল ছিলেন। বর্তমানে ভেনিসে ব্যবসা করছেন। তার অনুরোধে আমরা তৃতীয় স্টেশন নেমে তার আতিথেয়তা গ্রহণ করলাম। আমি সাধারণত কোথাও ভ্রমণে গেলে সেখানকার স্থানীয় খাবার খেতে পছন্দ করি। আর ইতালিয়ান ফিজা বিশ্বের সেরা। অসংখ্য স্বাদের ফিজা পাওয়া যায় এখানে, যা ভীষণ সুস্বাদু। তাই আমরা সবাই পছন্দসই ফিজা এবং কফি খেলাম সেই ভাইয়ের সাথে দেখা করে।

জলে ভাসমান আশ্চর্য শহর “ভেনিস” 🇮🇹:-

জলে ভাসমান আশ্চর্য শহর "ভেনিস" :-
জলে ভাসমান আশ্চর্য শহর “ভেনিস” :-
* কিভাবে যাবেন?
* কিভাবে যাবেন?
Venice Mestre কিন্তু স্থলভাগের অবস্থিত
Venice Mestre কিন্তু স্থলভাগের অবস্থিত

Venice Mestre কিন্তু স্থলভাগের অবস্থিত। ক্যানাল দেখতে আপনার পৌঁছতে হবে Santa Lucia তে। ট্রেনে সময় লাগে দশ মিনিট। ট্রেনের টিকিট Trenitalia ওয়েবসাইট বা অ্যাপ থেকে কাটতে পারেন।

 Hotel Aaron
Hotel Aaron

সস্তায় ভেনিস ঘোরার সবথেকে ভালো উপায় হলো ২৪ ঘণ্টার hoho বোট টুর করা। জনপ্রতি খরচ প্রায় €২৫ বা ২৩০০ টাকা। আপনারা চাইলে ৪৮ ঘণ্টার টিকিটও কাটতে পারেন।

Santa Lucia
Santa Lucia

আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ হজ লাইসেন্স এবং আইটিএ অনুমোদিত প্রতিষ্ঠান ।আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট

যোগাযোগঃ ইমু ও হোয়াটসএপ 📲01711165606 ,📲01715595991

▶ ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।

▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।

আমাদের হজ ও ওমরাহ বিষয়ক টেলিগ্রাম চ্যানেলে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে

ক্লিক করুন এখানে

সর্বশেষ আপডেটের জন্য, আপনি আমাদের ✅WhatsApp গ্রুপ বা ☑️ টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন।

Zilhajj Group Bangladesh

Alhamdulliha
View All Articles