সৌদি ভিসা কত প্রকার
প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্য নিয়ে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। অনেকে আবার লেখাপড়ার উদ্দেশ্যে কিংবা হজ্জ্ব করার উদ্দেশ্য নিয়েও সৌদি আরবে ভ্রমণ করেন।
সৌদি ভিসা কত প্রকার ও কি কি?
অন্যান্য সকল দেশের ক্ষেত্রে সৌদি আরবের বিভিন্ন প্রকারের ভিসা চালু রয়েছে। তবে আমাদের বাংলাদেশের জন্য সৌদি আরবের যে সকল ভিসার প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছেঃ
- হজ্জ ভিসা
- ট্যুরিষ্ট ভিসা
- ব্যবসায় ভিসা
- শিক্ষা ভিসা
- কাজের ভিসা
- ফ্যামিলি ভিসা
সৌদি আরব হজ ভিসা কি?
হজ্জ করার উদ্দেশ্য যদি সৌদি আরবে যেতে চান, তাহলে হজ্জ ভিসায় আবেদন করে সৌদি আরবের সরকার কর্তৃক এ ধরনের ভিসা সংগ্রহ করতে পারেন। হজ্জ ভিসায় গিয়ে আপনি সৌদি আররের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারেন।
সৌদি আরব ট্যুরিষ্ট ভিসা কি?
আপনি যদি কখনো সৌদি আরবে ভ্রমন করার উদ্দেশ্যে যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরবের ট্যুরিষ্ট ভিসা সংগ্রহ করতে হবে। আর এই ভিসার মাধ্যমে আপনি সৌদি আরবের বিভিন্ন স্থান ভ্রমন করতে পারবেন।
তবে আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তুু ট্যুরিষ্ট ভিসায় মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবেন না।
সৌদি আরব ব্যবসায় ভিসা কি?
আপনি যদি সৌদি আরবে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান। তাহলে সৌদি সরকার আপনাকে ব্যবসা করার সুযোগ প্রদান করবে। তবে আপনাকে তার পূর্বে সৌদি আরবের ব্যবসায় ভিসার জন্য আবেদন করতে হবে।
সৌদি আরব শিক্ষা ভিসা কি?
আপনি যদি উচ্চ শিক্ষার জন্য সৌদি আরবে যেতে চান। তাহলে আপনার এই ইচ্ছাকে পূরণ করার সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। কেননা, আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে স্কলারশীপের মাধ্যমে সৌদি আরব যেতে পারবেন।
সেক্ষেত্রে এখানে একটা সমস্যা আছে, সেটি হল আপনি যদি শিক্ষা ভিসায় সৌদি আরব যান। তাহলে পড়াশোনা ব্যতিত অন্য কোন কাজ করার সুযোগ সুবিধা পাবেন না।
সৌদি আরব কাজের ভিসা কি?
প্রত্যেক বছর হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের উদ্দেশ্য সৌদি আরব যায়। আপনি যদি সৌদি আরবে কাজ বা জব করার জন্য যেতে চান তাহলে সৌদি কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন।
সৌদি আরব ফ্যামিলি ভিসা কি?
সাধারণত সৌদি আরবের ফ্যামিলি ভিসার মেয়াদ সর্বোচ্চ তিন মাস মেয়াদী হয়। তবে আমাদের মধ্যে যে সকল মানুষ তাদের পুরো ফ্যামিলি নিয়ে সৌদি আরব ভ্রমন করতে চান। তাদের জন্য এই ধরনের ফ্যামিলি ভিসা করার প্রয়োজন হয়। যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সকল সদস্যদের সৌদি আরবের দর্শনীয় স্থান গুলো খুব সহজে ভ্রমন করতে পারেন।
শেষকথা, আপনারা যারা সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি সে সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি আপনারা সঠিক উত্তরটি জানতে পেরেছেন।
আপনার সৌদি আরবের পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত আরও কোন অজানা তথ্য জানার থাকে। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।
জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ
আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ হজ লাইসেন্স এবং আইটিএ অনুমোদিত প্রতিষ্ঠান ।আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট
যোগাযোগঃ ইমু ও হোয়াটসএপ 📲01711165606 ,📲01715595991
▶ ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।
▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক টেলিগ্রাম চ্যানেলে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক হোয়াটসএপ গ্রুপে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
সর্বশেষ আপডেটের জন্য, আপনি আমাদের ✅WhatsApp গ্রুপ বা ☑️ টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন।