মিশর যেতে কত টাকা লাগে – মিশর ভিসা ফি
মিশরকে আমরা অনেকেই পিরামিডের দেশ হিসেবে চিনে থাকি। মিশরের অপরূপ সৌন্দর্যের কারণে সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক লোক মিশর ভ্রমণ করে থাকেন। তবে মিশর টুরিস্ট ভিসা পাওয়ার বেশ কিছু নিয়মকানুন রয়েছে যা অনেকেই জানেন না।
আজকের পোস্টটিটি পড়ার মাধ্যমে জানতে পারবেন মিশর ভিসা পাওয়ার উপায়, মিশর যেতে কত টাকা লাগে, ও মিশর ভ্রমণ প্যাকেজ সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ
মিশর যাওয়ার উপায়?
মিশরে ভ্রমণ ভিসায় যেতে হলে কিছু শর্তাদি রয়েছে এই শর্তাগুলি গুলো পূরণ করে তারপর যেতে হবে। নিচে মিশর ভিসা প্রসেসিং করার জন্য কি কি ডকুমেন্ট লাগে তা উল্লেখ করা হলোঃ
- একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে নূন্যতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
- মিশর যেতে হলে ব্যাংক ব্যালেন্সে ন্যূনতম ১ থেকে ২ লক্ষ টাকা থাকতে হবে।
- ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে ও সেটা ইংরেজিতে অনুবাদ সহ দিতে হবে।
- প্রতিষ্ঠানের লেটার হেড প্যাড প্রয়োজন ।
- চাকরিজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার লাগবে।
- দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে।
- এজেন্সী আপনার ফাইল তৈরী করে দিবে কিন্তু এম্বাসীতে আপনার নিজেরই জমা দিতে হবে ।
মিশর যাওয়ার জন্য আপাতত এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হলেই হবে। তাছাড়া যে এজেন্সির মাধ্যমে মিশর যাবেন সেখান থেকে আরও কিছু ডকুমেন্টস চাইতে পারে সেগুলো সংগ্রহ করে দিতে হবে।
মিশর ভিসা প্রসেসিং করতে কতদিন লাগে?
মিশর যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ভিসা প্রসেসিং করতে হবে। মিশর যাওয়ার জন্য যদি সব ডকুমেন্ট সঠিকভাবে জমা দিয়ে থাকেন তাহলে ভিসা প্রসেসিং হতে সাধারণত ১০ থেকে ২৫ দিনের মতো সময় লেগে থাকে।
১০ থেকে ২০ দিন হয়ে গেলে আপনার ভিসাটি প্রসেসিং হয়ে যাবে এবং আপনি তখন চাইলে শুধুমাত্র বিমান টিকিট ক্রয় করে মিশর যেতে পারবেন।
মিশর ভ্রমণ প্যাকেজ কত?
মিশর হচ্ছে ভ্রমণপিপাসু মানুষের জন্য দারুন একটি দেশ। মিশরে যারা টুরিস্ট ভিসায় নিয়ে যায় তারা খরচ কমানোর জন্য অনেকে ভ্রমণ প্যাকেজ নিয়ে থাকেন।
Egypt,ভিসা,মিশর
বাংলাদেশ থেকে যদি মিশর ভ্রমণ প্যাকেজের মাধ্যমে যেতে চান তাহলে আপনারা নিচের কোম্পানিগুলোর সাথে সরাসরি যোগাযোগ করে যেতে পারেনঃ
- ট্যুর কোম্পানি জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ হোয়াটসঅ্যাপ নাম্বার – 01711165606
- ট্যুর কোম্পানি স্টার হলিডেজ ফোন নাম্বার -০২৯৫৭৫৭৪৩
- tour company –জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ – মোবাইল নাম্বার +8801715595991
যারা বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজের মাধ্যমে যেতে চান তারা এই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে সরাসরি যেতে পারেন।
এদের সাথে যোগাযোগ করে যদি মিশর ভ্রমণ করেন তাহলে খরচের পরিমাণ অনেক কম হবে এবং সেখানে গিয়ে অনেক আনন্দ করতে পারবেন।
ঢাকা টু মিশর বিমান ভাড়া কত?
মিশর যেহেতু ঐতিহ্যবাহী একটি দেশ তাই বিভিন্ন দেশ থেকে মিশরে বিভিন্ন এয়ারলাইন্স নিয়মিত চলাচল করে থাকে। ঢাকা থেকে মিশর Etihad এয়ারলাইন্সের মাধ্যমে যদি যান তাহলে সর্বনিম্ন ৭৫৬ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১২০০ ডলার পর্যন্ত খরচ আসতে পারে।
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার?
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার বা বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব কত এই বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব ৫৯৪১ কিলোমিটারের মতো।
অর্থাৎ কোন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে মিশর যেতে চান তাহলে তাকে ৫৯৪১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপরে যেতে হবে।
মিশর টুরিস্ট ভিসা প্রসেসিং ফি?
এজেন্সী ফাইল প্রসেসের জন্য ২০০০ টাকা নিবে ।বাকী সকল কাজ আপনার নিজেরই করতে হবে ।
ভিসা ফি – ভিসার মেয়াদ – কতদিন থাকা যাবে
- ৩,৭০০ টাকা সিঙ্গেল এন্ট্রি – ৬ মাস – ৩০ দিন
- ৪,৬০০ টাকা মাল্টিপল এন্ট্রি – ৬ মাস – ৩০ দিন
মিশরের মুদ্রার নাম কি?
মিশরের মুদ্রাকে সাধারণত পাউন্ড বলা হয়ে থাকে। মিশরের এক টাকা সমান বাংলাদেশের ৫.১১ টাকার কাছাকাছি। মিশরের ১০০ পাউন্ড সমান বাংলাদেশের ৫১১ টাকার কাছাকাছি। মিশরের ১০০০ পাউন্ড সমান বাংলাদেশি ৫১০০ টাকার মত আসে।
শেষ কথা, আশা করি ইতিমধ্যে মিশর যাওয়ার উপায় ও মিশর যেতে কত টাকা লাগে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেয়ে গিয়েছেন।তাছাড়া মিশর যাওয়ার জন্য ভ্রমণ প্যাকেজ সম্পর্কেও জেনে গিয়েছেন।
তারপরেও যদি কোন বিষয় নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে বা এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ
আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ হজ লাইসেন্স এবং আইটিএ অনুমোদিত প্রতিষ্ঠান ।আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট
যোগাযোগঃ ইমু ও হোয়াটসএপ 📲01711165606 ,📲01715595991
▶ ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।
▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক টেলিগ্রাম চ্যানেলে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক হোয়াটসএপ গ্রুপে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
সর্বশেষ আপডেটের জন্য, আপনি আমাদের ✅WhatsApp গ্রুপ বা ☑️ টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন।